মহাজাগতিক বস্তুমাত্রই কি কলুর বলদ?
ছবির মতো ছিমছাম সবকিছু, সবাই নিজ নিজ কক্ষপথে বিরতিহীন ঘুরে চলেছে। উপগ্রহ ঘুরছে গ্রহকে ঘিরে, গ্রহ ঘুরছে নক্ষত্রকে ঘিরে। নক্ষত্রও ঘুরছে সুপারম্যাসিভ ব্ল্যাকহোলকে ঘিরে। আসলেই মহাবিশ্বের স্ট্রাকচার এত নিখুঁত হলো কীভাবে? বা আমরা যতটা নিখুঁত ভাবছি আদৌ কি মহাবিশ্ব ততটাই নিখুঁত? চলুন এটা নিয়ে আজ আলোচনা করি… ঘানি টানা দেখেছেন নিশ্চয়ই? গরুর কাঁধে একটা জোয়াল …