মিল্কিওয়ে গ্যালাক্সি ; আমাদের নক্ষত্রবাড়ি
রাতের পরিষ্কার আকাশ যেন সৌন্দর্যের এক অফুরন্ত ভান্ডার! কী নেই সে আকাশে? হাজার হাজার তারার নীলমণি যেন জ্বলছে-নিভছে! একটু খেয়াল করলে দেখা যাবে, হালকা স্বচ্ছ মেঘের মতো একটা আলোকিত রাস্তা মধ্য আকাশের বুক চিরে বয়ে গেছে। এটিই আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সি। খালি চোখে দেখতে পাওয়া সকল জ্যোতিষ্ক আর সাধারণ টেলিস্কোপে চোখ রেখে পর্যবেক্ষণ করা সব নক্ষত্র …