রেড শিফট, সম্প্রসারণশীল মহাবিশ্বের ডাকপিওন
‘আলো’কে পিস পিস করলে অনেক সাইজ পাওয়া যাবে। আমাদের কাছে এক্কেবারে আদর্শ, এক্কেবারে মিডিয়াম সাইজ হলো সবুজ আলো। মিডিয়াম সাইজ থেকে আলো যত বড়ো হবে, ততই রং চেইঞ্জ হতে থাকবে। মিডিয়াম থেকে সাইজ একটু বড়ো হলে হলুদ, আরেকটু বড়ো হলে কমলা, কমলার চেয়ে বড়ো হলে লাল। লালের চেয়ে বড়ো হলে সেই সাইজ আমরা দেখতে পাবো …